রহমত নিউজ 21 August, 2023 08:40 AM
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি আল্লাহর কাছে শপথ করেছি। আমার উদ্দেশ্য এখন শান্তি কায়েম করা। আমি আমার নির্বাচনী এলাকায় খবর নিয়েছি। এখানে প্রচুর রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ হয়েছে। মানুষ এখন আর উন্নয়ন চায় না। তারা চায় শান্তিতে বসবাস করতে চায়। এই অঞ্চল শিল্পাঞ্চল হওয়ায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে বাড়িঘর করছে। কেউ পাঁচ শতাংশ জায়গা কিনে বাড়িঘর করতে গেলে অনেকেই গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভূমিদস্যুতার চেষ্টা করেন। অনেকে বলেন তার থেকে রড-সিমেন্ট নিতে হবে। মানুষের ওপর জুলুম করা যাবে না। আমি স্পাই (গুপ্তচর) লাগিয়েছি। আমার কাছে সব খবর আছে। যারা দলীয় পরিচয়ে এসব করে বেড়ান, তাদেরকে সুযোগ দিলাম। নিজেকে সংশোধন করুন, নাহলে এলাকার মুরুব্বিদের সঙ্গে নিয়ে আপনাদের বিতাড়িত করা হবে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের পাগলার কুতুবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ নেতা চন্দন শীল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, একজন আছেন যিনি জেলা বিএনপির সভাপতি হয়েছেন। তিনি একবার করেন আওয়ামী লীগ, একবার করেন বিএনপি, আরেকবার জাতীয় পার্টি। মোট পাঁচবার তিনি দল পরিবর্তন করেছেন। রাজনীতিতে একটি কথা আছে, ‘পলিটিক্যাল প্রস্টিটিউট।’ আসলে এরা হলো ঠিক তাই। তারা রাজনীতি করেন নিজেন স্বার্থ চরিতার্থ করতে। যারা দলীয় পরিচয়ে অপকর্ম করতে চান তারা এসব নেতাদের সঙ্গে যোগ দেন। আমার আপত্তি নেই। তবে আমার এলাকায় এসব অপকর্ম করলে আমি প্রতিহত করবো।
স্থানীয় মুরুব্বিদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, একদিন সবাই চলে যাব। তাই আমি বা আমরা এলাকার পরিবেশের উন্নয়নে কী করলাম তা নিয়ে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। আমি আগামী মাস থেকে মাঠে নামব। আপনারা আমার পেছনে থেকে সাপোর্ট দেবেন। সমাজ থেকে মাদক-সন্ত্রাস, ভূমিদস্যুতা ও ইভটিজিং রোধে যা যা করণীয় সব উদ্যোগ নেওয়া হবে। আর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য। যেন তিনি তার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়গঞ্জ মহানগর